1. হোম
  2. খেলাধুলা

আইপিএলে দল পেয়ে যা বললেন উচ্ছ্বসিত মোস্তাফিজ

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
ঢাকা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
আইপিএলে দল পেয়ে যা বললেন উচ্ছ্বসিত মোস্তাফিজ
বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

রীতিমত রেকর্ড গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এমন খবরে বেজায় খুশি দ্য ফিজ খ্যাত এই বাহাতি পেসার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা দলের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় মোস্তাফিজ এমন উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফিজ বলেন, আমি খুবই খুশি এবং আনন্দিত, কলকতা দলের পার্ট হতে পেরে। সি ইউ সুন।

প্রসঙ্গত, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ইতিহাসের রেকর্ড মূল্যে দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটিই। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুম খেলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।