1. হোম
  2. খেলাধুলা

চমক দেখিয়ে শীর্ষে বাংলাদেশি জাহিদী

Staff Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
চমক দেখিয়ে শীর্ষে বাংলাদেশি জাহিদী
ছবি- সংগৃহীত

৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর প্রথম দিনে আজ চমক দেখিয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের অ্যামেচার গলফার মুসাওয়াত শামস জাহিদী। তিনি ‘ওয়ান আন্ডার পার’ খেলেছেন। প্রথম দিনে একমাত্র গলফার হিসেবে পারের চেয়ে এক শট কম খেলেছেন। শুধু তাই নয়, কুর্মিটোলা গলফ কোর্সের আট নম্বর হোলে ‘হোল-ইন-ওয়ান’ করেছেন।

কুর্মিটোলা গলফ কোর্সে খেলা অনেক চ্যালেঞ্জিং। পেশাদার গলফারদেরই খেলা খেলা অনেক কঠিন হয়ে যায়। সেখানে জাহিদী রীতিমতো চমক দেখিয়েছেন। প্রথম রাউন্ডে ৭২ শটের মধ্যে তিনি ৭১ শট খেলে দিন পার করেছেন।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ‘এ’ দলের গলফার আবু বকর সিদ্দিক দুই শট বেশি খেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা গলফারের সঙ্গে তিন শটের ব্যবধান জাহিদীর। তিনি এককে অংশ নিলেও দলীয়ভাবে খেলছেন না। জাহিদীর টার্গেট এককে বাংলাদেশ শিরোপা এনে দেওয়া। 

তিনি বলেন, ‘বিশ্বের আটটি দেশের গলফারদের মধ্যে লড়াই করে লিডারবোর্ডের শীর্ষে থাকাটা খুবই আনন্দের। আমি আমার এ সাফল্য ধরে রাখতে চাই। পরের রাউন্ডে আরও ভালো খেলতে চাই। আমার বিশ্বাস, আমি বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়ন্সশীপের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারবো।’

গতকাল কুর্মিটোলায় ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫ শুরু হয়েছে। চার দিনের এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান।

আয়োজনে বাংলাদেশ গলফ ফেডারেশন, পাওয়ার্ড বাই ভিভো বাংলাদেশ। প্রথম দিনে এককের পাশাপাশি দলীয় ইভেন্টেও  শীর্ষে রয়েছে বাংলাদেশ।

‘৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫’ -এ স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান। একক ইভেন্টে একচ্ছত্র দাপট দেখিয়েছেন বাংলাদেশের গলফাররা।
 
সেরা দশে কোনো বিদেশি গলফার নেই। জাহিদী ও আবু বকরের পর তৃতীয় বাংলাদেশ ‘সি’ দলের আব্দুল কাদের (৭৫ শট) হোসাইন জয় (৭৫ শট), পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের আরেক খেলোয়াড় শফিকুল ইসলাম (৭৬ শট) ও কেজিসির মুন্না মিয়া (৭৬ শট)।

সেরা দশে রয়েছেন সোহেল রানা (৭৭ শট), শরীফ হোসাইন (৭৭ শট), রিজভী খান (৭৭ শট) ও আশিকুর রহমান (৭৭ শট)।