1. হোম
  2. খেলাধুলা

ব্যালন ডি'অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের ঝুলিতে

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
ব্যালন ডি'অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের ঝুলিতে

২০২৫ সালটাকে এক রকম নিজেরই করে রাখলেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও নিজের করে নিলেন তিনি।

প্রথম ফরাসি ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার ইতিহাস গড়লেন তিনি।

কাতারের দোহায় ফেয়ারমন্ট হোটেলে এক জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেওয়া হয়। ব্যালন ডি’অর প্রদানের সময় তিনি সতীর্থদের অনুপস্থিতি অনুভব করলেও, ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে পিএসজি সতীর্থদের সঙ্গে মঞ্চে ওঠার সুযোগ পান।

পুরস্কার হাতে দেম্বেলে তার সাফল্যের জন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই সাফল্যের পেছনে আমার সতীর্থদের অবদান সবচেয়ে বেশি। কঠোর পরিশ্রমের ফল শেষ পর্যন্ত পাওয়া যায়। পরিবার ও পিএসজিকে ধন্যবাদ—আমরা দুর্দান্ত একটি বছর কাটিয়েছি।’

কয়েক বছর আগেও দেম্বেলের এমন উত্থান কল্পনা করা কঠিন ছিল। চোট এবং ফর্মহীনতায় প্রায় হারিয়ে যেতে বসা এই ফরাসি ফরোয়ার্ড কোচ লুইস এনরিকের অধীনে নিজেকে নতুন করে আবিষ্কার করেন।

তিনি ‘ফলস নাইন’ হিসেবে নতুন ভূমিকায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে পিএসজির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। গত মৌসুমে পিএসজি'র ট্রেবল জয়ে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।

২০২৪–২৫ মৌসুমে দেম্বেলে তার ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন। তিনি মোট ৩৩টি গোল এবং ১৫টি অ্যাসিস্ট সহ মোট ৪৮টি গোল অবদানে অংশ নেন।

লিগ ওয়ানে ২১ গোল করে তিনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন।

এছাড়াও, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রায় নিয়মিত গোল বা অ্যাসিস্ট করে অবদান রাখেন এবং ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দুটি মূল্যবান অ্যাসিস্ট করেন।

‘দ্য বেস্ট’ আসরে উসমান দেম্বেলে ছাড়াও পিএসজির একাধিক সদস্য পুরস্কৃত হয়েছেন, যা এই মৌসুমে ক্লাবটির সামগ্রিক আধিপত্য তুলে ধরে।

দ্য বেস্ট ২০২৫ (পুরুষ বিভাগ) – বিজয়ীরা

বর্ষসেরা খেলোয়াড়: উসমান দেম্বেলে

বর্ষসেরা কোচ: লুইস এনরিক

বর্ষসেরা গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা

পুসকাস পুরস্কার (সেরা গোল): সান্তিয়াগো মনতিয়েল