মনোনয়ন ঘিরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক গাজীপুর
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ এএম
মনোনয়ন ঘিরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) বিএনপির মনোনয়ন ঘিরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়াও কয়েকটি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নেতাকর্মীদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে আহত হন অন্তত ১০ জন।

এ সময় নির্বাচনী প্রচার অফিস ভাঙচুরের পাশাপাশি অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

ইশরাক সিদ্দিকীর অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা হামলা ও ভাঙচুর চালায়।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মজিবুর রহমানের সাড়া মেলেনি।

এদিকে, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।