বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

Staff Reporter
স্পোর্টস ডেস্ক ঢাকা
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন দলটির লঙ্কান তারকা অ্যাঞ্জেলো পেরেরা।

বুড়ো আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় পেরেরাকে পাচ্ছে না চট্টগ্রাম। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দলটি।

বিবৃতিতে জানানো হয়, আঙুল ভেঙে যাওয়ায় বিপিএল থেকে ছিটকে গেছেন পেরেরা। দ্রুতই তার বিকল্প ক্রিকেটারের নাম জানাবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ক্যারিয়ারের শুরুর দিকে পেরেরাকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও সেটি পূরণ করতে পারেননি তিনি। ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন।

তবে তাতে ব্যর্থ হয়েছেন তিনি। পারেননি ক্যারিয়ারকে দীর্ঘ করতেও। দেশের জার্সিতে সমান ছয়টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

বিপি/এনএ