ছন্দে ফিরল রিয়াল, স্বস্তির জয় আর্সেনালের, হোঁচট খেল লিভারপুল
লা লিগায় তিন ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমবাপে ঝড়ে অ্যাথলেটিক বিলবাওকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। এদিকে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। অপরদিকে সহজ প্রতিপক্ষ সান্ডারল্যান্ডের বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।
লা লিগায় টানা তিন ম্যাচ জয়হীন, শীর্ষস্থান খোয়ানো বার্সেলোনার কাছে, সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রিয়ালের। সেই দুঃসময় কাটানোর মিশনে অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লস ব্লাঙ্কোসরা।
সেই সুবাদে ম্যাচের শুরুতেই লিড নেয় লস ব্লাংকোসরা। পুরো একক নৈপুণ্যে বুলেট গতির দারুণ এক শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।
শুরুর চাপ সামলে বিলবাও পাল্টা আক্রমণ করলেও গোল পায়নি। প্রথমার্ধের শেষ দিকে কামাভিঙ্গা হেডে বল জালে জড়ালে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।
বিরতির পরও ম্যাচে ফেরার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যায় বিলবাওয়ের। কিন্তু তাতে খুব একটা সফলতা মেলেনি তাদের। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে ফের পিছিয়ে পরে তারা। দূর থেকে নেয়া আচমকা শটে বাজিমাত করেন এমবাপ্পে।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর শিষ্যরা।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। যার ফলও পেয়ে যায় ১১ মিনিটে। দলকে লিড এনে দেন মিকেল মেরিনো।
বিরতির পরও অধিকাংশ সময় বল ধরে রেখে আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল।
পিছিয়ে ছিল না ব্রেন্টফোর্ডও। দফায় দফায় ভীতি ছড়িয়েছে আর্সেনালের রক্ষণে। যার ফলে শেষ পর্যন্ত পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল গানাররা।
অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে সব শঙ্কার ইতি টানেন বুকায়ো সাকা। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল।
লিগের অন্য ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে পারেনি লিভারপুল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে নবম মিনিটে প্রথম সুযোগ পায় তারা। সোবোসলাইয়ের শট ঠেকিয়ে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক। ৩২তম মিনিটে এগিয়ে যেতে পাতো সান্ডারল্যান্ড। হিউমের জোরালো শট গোলরক্ষক আলিসনের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। গোলশূন্যভাবে বিরতিতে যায় দু দল।
ম্যাচের ডেডলক ভাঙে ৬৭ মিনিটে। অল রেডদের হতাশ করে সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন তালবি। ম্যাচের শেষ দিকে ভিয়েৎসার গোলে সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
