লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন রওনা দিতে পারেন তিনি। সঙ্গে থাকবেন চিকিৎসকসহ ১৬ জন।
যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
শুরুতে সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত লন্ডনেই নেওয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
ইতোমধ্যেই কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছে খালেদা জিয়াকে নিয়ে যেতে। ধারণা করা হচ্ছে- আজকের ভেতরেই চলে আসবে এয়ার অ্যাম্বুলেন্সটি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
এনামুল হক বলেন, 'বেগম খালেদা জিয়াকে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে। আশা করছি কাল তিনি রওয়ানা দেবেন।'
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তাব সে সময় পরিবারের পক্ষ থেকে দেয়া হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেই প্রস্তাবে সায় দেয়নি চিকিৎসকেরা।
অবস্থার আরও অবনতি হওয়ায় বিদেশ থেকে আনা হয় বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল। তাদের পক্ষ থেকে বিদেশে নেয়ার সবুজ সংকেত মেলায় অবশেষে বিদেশ নেয়া হচ্ছে তাকে।
