রান পাহাড় টপকে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচে কোহলির শতকে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পরাজয় দেখতে হলো ভারতকে। এ ম্যাচে স্বাগতিকদের দেওয়া ৩৫৯ রানের পাহাড়সম লক্ষ্য টপকে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। কোহলি-রুতুরাজের সেঞ্চুরির জবাবে মার্করামের সেঞ্চুরি আর ম্যাথিউ-ব্রেভিসের ফিফটির পর করবিন বসের ব্যাটিং নৈপুণ্যে ৪ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।
বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরের বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।
আগে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও পরবর্তীতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিরাট কোহলি ও রুতুরাজ গায়েকায়াড়। কোহলির টানা দ্বিতীয় সেঞ্চুরির দিনে গায়কোয়াড়ও দেখা পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের রেকর্ড ১৯৫ রানের পার্টনারশিপে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল রাখেন এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। বাভুমা ৪৬ রানে ফিরলেও শতক হাঁকিয়ে ১১০ রানে আউট হন মার্করাম।
এরপর হাল ধরেন ম্যাথিউ ও ব্রেভিস। দুজনই হাঁকান ফিফটি। আর শেষ দিকে কেশব মহারাজকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন করবিন বোস। ম্যাচ সেরা হন মার্করাম।
শনিবার (৫ ডিসেম্বর) বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
