অবৈধ গ্যাস লাইন উচ্ছেদেই মাসে সাশ্রয় ১৮ লাখ টাকা
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছদে সাভারের আশুলিয়া ও গোরাট এলাকায় ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) অভিযান চালিয়ে প্রায় ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রায় ৬০০ মিটার অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ অভিযানের ফলে মাসিক গ্যাস সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯,৯০২ ঘনমিটার, যার আনুমানিক আর্থিক মূল্য ১৭,৯৮,২৩৬ টাকা।
বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, জাতীয় সম্পদ রক্ষায় সাভারের আশুলিয়া ও গোরাট এলাকায় এক ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ উচ্ছেদ করাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য।
মোট ২টি স্পটে পরিচালিত এই সফল অভিযানে আনুমানিক ৩ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। একই সঙ্গে, প্রায় ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রায় ৬০০ মিটার অবৈধ পাইপ অপসারণ করা হয়। এই পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্নকৃত গ্যাসের লোড দাঁড়ায় ঘণ্টা প্রতি ১৪,৭০০ ঘনফুট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে গ্যাসের অপচয় রোধে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই অভিযানের ফলে মাসিক গ্যাস সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯,৯০২ ঘনমিটার, যার আনুমানিক আর্থিক মূল্য ১৭,৯৮,২৩৬ টাকা।
তবে, এই অভিযানে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং গ্যাসের অপচয় রোধে অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
