টানা চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশ
চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে জয়রথ ধরে রেখেছে বাংলাদেশ। শুক্রবার (২৮ নভেম্বর) চীনের চংকিনের ইয়াংচুয়াং স্পোর্টস সেন্টারে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে যুবারা।
দলের হয়ে একটি করে গোল পান বায়েজিদ ও মানিক। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথমার্ধের পুরোটাই ছিল উত্তেজনা ও লড়াইয়ে ভরা, তবে গোলের দেখা মিলেনি কারও। ফয়সাল, রিফাত ও অপু দারুণ সুযোগ তৈরি করেছিলেন। বিশেষ করে ২০ ও ২৮ মিনিটে রিফাত যে দুটি সুযোগ পেয়ে ছিলেন সেগুলো কাজে লাগাতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর বাংলাদেশ ফের আক্রমণাত্মক হয়। ৪৭তম মিনিটে মানিকের ক্রসে রিফাত শট নেন, কিন্তু বাহরাইনের গোলকিপার বাধা হয়ে দাঁড়ান। তবে ৫৯ মিনিটে আর পারেননি। সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়েজিদ সুযোগটি লুফে নিয়ে দারুণ এক শটে বল জালে পাঠান, বাংলাদেশ এগিয়ে যায় ১–০ ব্যবধানে।
এ গোলের ছয় মিনিট পর রিফাতকে আবারও আটকান গোলকিপার; এমনকি রিবাউন্ডে বায়েজিদ শট নিলেও সেভ হয়। কিন্তু ৭২ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস পেয়ে মানিক বল নিয়ন্ত্রণ করে দূর থেকে দারুণ শটে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন।
এই গ্রুপের স্বাগতিক চীন আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। চীন জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। ফলে ৩০ নভেম্বর বাংলাদেশ-চীন ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনালে পরিণত হতে পারে।
চীন যদি আজ জেতে, তাহলে বাংলাদেশকে হারানোর প্রয়োজন নেই, ড্র করলেও তারা গোল ব্যবধানে গ্রুপসেরা হবে স্বাগতিকরা।
