জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই
‘একটা চাদর হবে, চাদর’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই। ছবি: সংগৃহীত

‘একটা চাদর হবে, চাদর’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিকেল ৪টায় তার মৃত্যু হয়।

তার পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

পরিবার–ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকেই তিনি তীব্র বুকব্যথা অনুভব করছিলেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে আর বাঁচাতে পারেননি।

‘একটা চাদর হবে’— এই একটি গানই তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন তিনি ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান।

২০০৮ সালে প্রকাশিত হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের মনে জায়গা ছিল অটুট।