বিপিএলে লিটন-মুশফিকদের ভিত্তিমূল্য কত?

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
বিপিএলে লিটন-মুশফিকদের ভিত্তিমূল্য কত?
ছবি: সংগৃহীত

আগামী ৩০ নভেম্বর বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের জমজমাট নিলাম। এই নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ১৫৮ জন দেশি ক্রিকেটার, যাদের সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশি ক্রিকেটারদের মোট ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদের ভিত্তিমূল্য প্রকাশ করেছে, যা 'এ' ক্যাটাগরির ৫০ লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 'এফ' ক্যাটাগরির ১১ লাখ টাকা পর্যন্ত বিস্তৃত।

'এ' ক্যাটাগরি (ভিত্তিমূল্য: ৫০ লাখ টাকা): এই সর্বোচ্চ স্তরে আছেন নাঈম শেখ, লিটন দাসের মতো প্রতিষ্ঠিত তারকারা।

'বি' ক্যাটাগরি (ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা): ১৫ জন ক্রিকেটারের এই তালিকায় রয়েছেন অভিজ্ঞতার প্রতীক মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে আছেন শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং ইয়াসির রাব্বি-এর মতো প্রতিশ্রুতিশীল নাম।

'সি' ক্যাটাগরি (ভিত্তিমূল্য: ২২ লাখ টাকা): ১৮ জন ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য আকবর আলি, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক।

'ডি' ক্যাটাগরি (ভিত্তিমূল্য: ১৮ লাখ টাকা): ১৯ জনের এই তালিকায় রয়েছেন নাসির হোসেন, মৃত্যঞ্জয় চৌধুরি, হাবিবুর রহমান সোহান-এর মতো ক্রিকেটাররা।

'ই' ক্যাটাগরি (ভিত্তিমূল্য: ১৪ লাখ টাকা): এই ক্যাটাগরিতে ৩৭ জন ক্রিকেটার আছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সোহাগ গাজী এবং শাহাদাত হোসেন দিপু।

'এফ' ক্যাটাগরি (ভিত্তিমূল্য: ১১ লাখ টাকা): সর্বনিম্ন ভিত্তিমূল্যের এই ক্যাটাগরিটিতে আছেন সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার, যেমন অভিষেক অরণ্য, টিপু সুলতানের মতো নবিন ক্রিকেটাররা।

এদিকে, বিপিএলের দ্বাদশ আসরের জন্য বিদেশী ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও, চূড়ান্ত তালিকায় ২৫০ জন জায়গা করে নিয়েছেন। তবে নিলামে মূল আকর্ষণ থাকবে দেশি তারকাদের দলে ভেড়ানো নিয়ে, কারণ তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী ৩০ নভেম্বর।