বাংলাদেশের সামনে ১৮২ রানের চ্যালেঞ্জ আইরিশদের

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক ঢাকা
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
বাংলাদেশের সামনে ১৮২ রানের চ্যালেঞ্জ আইরিশদের
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। শেষ দিকে বাংলাদেশের ছন্নছাড়া বোলিং কাজে লাগিয়ে রানের ফুলঝুরি ছুটিয়েছে আইরিশরা। দারুণ এক ফিফটি হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন হ্যারি টেক্টর।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম টেক্টর মিলে ওপেনিং জুটিতে তুলে ফেলেন ৪০ রান। ১৮ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন স্টার্লিং। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে আয়ারল্যান্ড।

তিনে নেমে টিমের সাথে যোগ দেন হ্যারি টেক্টর। পাওয়ারপ্লে শেষেও চলেছে আইরিশদের ধুমধাড়াক্কা ব্যাটিং। দুই টেক্টরের উইলোবাজিতে চলেছে আইরিশ ঝড়। ১৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে টিম থামেন দলের ৭১ রানের মাথাতে। চারে নেমে বেশি একটা সুবিধা করতে পারেননি লরকান টাকার। ১৪ বলে ১৮ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

এরপর হ্যারি টেক্টরের সঙ্গে যোগ দিয়েছেন কার্টিস ক্যাম্ফার। চলেছে দুজনের তাণ্ডব। টেক্টর তুলে নেন দারুণ এক ফিফটি। ক্যাম্ফার ১৭ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন। এরপর টেক্টরের সাথে যোগ দিয়েছেন জর্জ ডকরেল। শেষের দিকে ঝড় তুলেছেন হ্যারি টেক্টর। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের রান ১৮০ পার করিয়েছেন টেক্টর। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। ৭ বলে ১২ রান করে টিকে ছিলেন জর্জ ডকরেল। ৪৫ বলে ৬৯ রান করে অপরাজিত ছিলেন হ্যারি টেক্টর। শেষ ওভারে এসেছে ১৭ রান। 

বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।