আমৃত্যু কারাদণ্ড

হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ কথা জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, ‘রায় পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দুটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে- এই দুটি অভিযোগের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে, যাতে তাদের শাস্তি বাড়ানো হয়। আমরা মৃত্যুদণ্ড আশা করছি।’

এর আগে, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করেছিল ট্রাইব্যুনাল।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

তবে দ্বিতীয় অভিযোগসহ মোট তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।