স্বস্তি পেলেন সিআর সেভেন, খেলতে পারবেন বিশ্বকাপের শুরুতেই
আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২৬টি ম্যাচ খেলে ফেলেছিলেন কোনো লাল কার্ড ছাড়াই। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এসে সেই রেকর্ডে দাগ লাগে ক্রিস্টিয়ানো রোনালদোর।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে আঘাত করে বসেন ৪০ বছর বয়সী এই তারকা। সরাসরি লাল কার্ডের সেই ঘটনায় শঙ্কা জেগেছিল, হয়তো আসন্ন বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচে দলের সেরা তারকাকে পাবে না পর্তুগাল।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বস্তির খবর দিয়েছে ফিফা। বড় কোনো শাস্তি নয়, লঘু দণ্ডেই পার পেয়ে গেছেন আল নাসর তারকা। ফলে ২০২৬ সালে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামতে তার আর কোনো বাধা নেই।
ডাবলিনে আইরিশদের বিপক্ষে সেই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই মারার অপরাধে রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছিল। নিয়ম অনুযায়ী এমন অপরাধের শাস্তি সাধারণত তিন ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু ফিফা রোনালদোর অতীত ডিসিপ্লিনারি রেকর্ড বিবেচনায় নিয়ে শাস্তি কমিয়ে এনেছে।
ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, রোনালদোর তিন ম্যাচের শাস্তির মধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, তিনি মূলত এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন (যা আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে কার্যকর হয়েছে)। তবে আগামী এক বছরের মধ্যে যদি তিনি আবারও একই ধরনের সহিংস আচরণ করেন, তবে স্থগিত থাকা ওই দুই ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গেই যোগ হবে।
এই সিদ্ধান্তের ফলে পর্তুগাল দল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রোনালদো ভক্তরা হাঁপ ছেড়ে বেঁচেছেন। বাছাইপর্বে পাঁচ গোল করা রোনালদোকে ছাড়াই অবশ্য আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে পর্তুগিজরা। এখন সবার চোখ আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় বিশ্বকাপ ড্রয়ের দিকে।
