৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
বাংলাপোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
ফাইল ছবি
৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৮০৭ জনকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪৫তম বিসিএসের ২৩০৯টি পদের বিপরীতে ১৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।
এর আগে চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬৫৫৮ জন।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এর আগে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে পাশ করেন ১২ হাজার ৭৮৯ জন।
এই পরীক্ষায় আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।
