ব্রুনেইকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:২৪ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
ব্রুনেইকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ
ব্রুনেইকে গোলবন্যায় ভাসানোর পর খেলোয়াড়দের উদযাপন। ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ব্রুনেইকে রীতিমত গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ।

সোমবার (২৪ নভেম্বর) চীনের চংকিংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে জিতেছে ৮-০ গোলের বড় জয় পায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বাছাইপর্বে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এর আগে ‎পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারায়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ‎প্রথমার্ধে ব্রুনেইয়ের জালে এক হালি গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও চার গোল।

এ ম্যাচে বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। আর মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ করেন একটি করে গোল।

ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে। ফলে গোলের অনেক সুযোগ তৈরি হয়েছে এবং সেগুলো কাজে লাগাতে পেরেছে, তাই বড় জয় পেয়েছি। ফুটবলারদের অভিনন্দন। আমরা পরের ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক চীন, ব্রুনেই, পূর্ব তিমুর, শ্রীলঙ্কা ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য আসরের মূলপর্বে খেলার সুযোগ পাবে।

এদিকে টানা দুই জয়ে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বুধবার (২৬ নভেম্বর) তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ছোটনের শিষ্যরা। অন্যদিকে ব্রুনেই খেলবে স্বাগতিক চীনের সঙ্গে। এই গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে চীন ও বাহরাইন।