‘দেশসেরা’ তাইজুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন সাকিব
মিরপুর টেস্টের পঞ্চম দিনে (২২ নভেম্বর) একটি উইকেট নিয়েই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তাইজুল ইসলাম। এরপর আরও একটি উইকেট শিকারের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন বাঁহাতি এই স্পিনার।
দেশের হয়ে ও ব্যক্তিগতভাবে এই অন্যন্য অর্জনের দিনে ৪ উইকেট ঝুলিতে পোরেন তাইজুল। তার সঙ্গে পাল্লা দিয়ে ৪৪ রান দিয়ে সমান সংখ্যক উইকেট তুলে নেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদও।
অভিষেক সিরিজেই এই স্পিনার বাগিয়ে নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে কম যাননি টেস্টের বাংলাদেশের নির্ভরতার প্রতীক তাইজুল।তিনি নিয়েছেন ১৩টি উইকেট।
মূলত এ দুজনের উইকেট নেওয়ার প্রতিযোগিতার মধ্যে পড়ে বিশাল ব্যবধানে হারসহ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
এদিকে সফরকারী দলটির বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনেই (শুক্রবার) ৪ উইকেট নিয়ে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) ছুঁয়ে ফেলেন তাইজুল। পরে রোববার টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে দুটি করে চারটি উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গড়েন অনন্য এক রেকর্ড।
৫৭টি টেস্ট খেলে তাইজুলের উইকেট সংখ্যা এখন ২৫০। অন্যদিকে ৭১ ম্যাচ খেলা সাকিব আল হাসান থেমে আছেন সেই ২৪৬ উইকেটেই।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পর তাইজুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। শুভকামনা জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন তাইজুল। আমি আশা করি, তোমার ক্যারিয়ার শেষ হওয়ার আগে তুমি ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁতে পারবে। শুভকামনা।’
উল্লেখ্য, সাকিব ৭১ টেস্ট খেলে ২৪৬ উইকেট সংগ্রহ করেছেন। তবে তাইজুল মাত্র ৫৭ ম্যাচে এই রেকর্ড ছাড়িয়ে গেছেন। সাকিব সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুরে।
