সাকিবকে হঠিয়ে রেকর্ডবুকে তাইজুল
অপেক্ষা ছিল কেবল এক উইকেটের। ঢাকা টেস্টের চতুর্থ দিন সেই অপেক্ষা ফুরোলো তাইজুল ইসলামের। সময় নিলেন দ্বিতীয় ইনিংসের তিন ওভার পর্যন্ত। অ্যান্ড্রু বালবার্নির উইকেট ঝুলিতে পুরার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে সরিয়ে তাইজুল নাম লেখালেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এ স্পিনার।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করতে দেখা যায় তাইজুলকে। ইনিংসের ষষ্ঠ ওভারেই সাফল্যের দেখা মেলে তার। তাইজুলের খানিকটা বেশি গতির আর্মারটার কোনো জবাবই দিতে পারেননি আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
তাইজুলদের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন। তবে রিভিউতে আম্পায়ারের সিদ্ধান্তই টিকে যায়।
তাইজুল তার পরের ওভারেও পান আরও একটি উইকেট।
আইরিশ টপ অর্ডার পল স্টার্লিং তার বলে সামনে ঝুঁকে ডিফেন্ড করতে গিয়েছিলেন। তবে তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে থাকা মাহমুদুল হাসান জয়ের কাছে। সহজ ক্যাচটা নিতে ভুল করেননি জয়।
আর সেই সুবাদে তাইজুল তুলে নেন তার ক্যারিয়ারের ২৪৮তম উইকেট। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে তার এখন চাই ২ উইকেট।
