তাসকিন-শামীম বাদ, চমক দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
টেস্টে হোয়াইটওয়াশ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারী দলটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঘোষিত এই দলে এসেছে দুটি পরিবর্তন। স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসাইন।
তাসকিন বর্তমানে আবুধাবি টি-টেন টুর্নামেন্টে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। এছাড়া সামনে আইএলটি-২০, বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর শামীমকে বাদ দেওয়া হয়েছে সাম্প্রতিক ব্যর্থতার জন্য।
তাদের জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কন।

চোট কাটিয়ে আবার স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইফউদ্দিন। আর নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
এদিকে এশিয়া কাপ থেকে দলে থিতু হওয়া সাইফ হাসানের জন্য সহ-অধিনায়ক হিসেবে এটিই প্রথম সিরিজ।
অন্যদিকে দুই টেস্ট সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
