ঢাবির বিজয় একাত্তর হলসংলগ্ন দোকানে আগুন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
ঢাবির বিজয় একাত্তর হলসংলগ্ন দোকানে আগুন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল লাগোয়া একটি দোকানের রান্নাঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে।

খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের খবর পেয়ে পলাশী ও সিদ্দীকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ওই হলে যায়। হল ভবনের পাশে একটি টিনশেড রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাম্প্রতিক ভূমিকম্পের পর সতকর্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। রোববার বিকাল ৫টার পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

তবে অলিখিতভাবে শিক্ষার্থীদের হল ছাড়তে আরও একদিন সময় বাড়ানো হয়। বর্ধিত সেই সময় শেষ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে এই আগুনের ঘটনা ঘটে। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের কেউ কেউ এখনো হলে রয়েছেন বলে জানা গেছে।

এদিন আগুন লাগার পর আসিফ খান নামে বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী জানান, হলের একটি ভবনের সঙ্গে লাগোয়া দুটি দোকানের একটির রান্নাঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট আ স ম আলী রেজা বলেন, সিলিন্ডারের গ্যাসের লাইন একটা থেকে আরেকটাতে বদলাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত হতাহতের ঘটনা হয়নি। দোকানদারের কিছু রান্নার সামগ্রী পুড়ে গেছে। আশপাশে যারা ছিলেন এবং ফায়ার সার্ভিস দ্রুত আসার ফলে এ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে।