আড়াই দিনে ভারতের লজ্জার হার
গতবছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ঘূর্ণি ফাঁদ পেতে নিজেরাই কুপোকাত হয়েছিল ভারত। এবার নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলেও সেই একই দৃশ্য। ইডেনের ঘূর্ণি পিচে স্পিনে দুর্বল দক্ষিণ আফ্রিকার কাছেই মাত্র আড়াই দিনে লজ্জার হার দেখল স্বাগতিক ভারত। কোচ গৌতম গম্ভীরের দল হারল ৩০ রানে।
রোববার (১৬ নভেম্বর) সকালে টেম্বা বাভুমার লড়াকু ইনিংস দিয়ে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়কের ৫৫ রানের ইনিংসে ভর করে ১২৩ রানের লক্ষ্য দিতে পারে সফরকারীরা। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুভমন গিল বিহীন ভারত অলআউট হয়ে যায় মাত্র ৯৩ রানে। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাইমন হার্মার।
ইডেন টেস্টের প্রথম দিনে বল হাতে জাদু দেখিয়েছিলেন জসপ্রীত বুমরা। মাত্র ২৭ রানের বিনিময়ে তুলে নেন ক্যারিয়ারের ১৬তম ফাইফার। তাতে দক্ষিণ আফ্রিকার ইনিংসও গুটিয়ে যায় খুব রানেই। সফরকারীদের পক্ষেও দুর্দান্ত পারফর্ম করেন স্পিনার সাইমন হার্মার। মাত্র ৩০ রানে ৪ উইকেট নেন তিনি। এতে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।
ভারতের হয়ে এ ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন কেএল রাহুল। ২৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। ঋষভ পন্তও ভালো ফর্মে ছিলেন। তবে ২৪ বলে ২৭ রান করে তিনি আউট হন। জাদেজাও ২৭ রান করেন। এছাড়া ধ্রুব জুরেল করেন ১৪ রান এবং অক্ষর প্যাটেল ১৬।
প্রোটিয়া বোলারদের মধ্যে হার্মারের ৪ উইকেট ছাড়া মার্কো জানসেন পান ৩ উইকেট, কেশব মহারাজ এবং কর্বিন বশ পান ১টি করে উইকেট। ভারত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে ৩০ রানে এগিয়ে ছিল।
এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে অলআউট হয়। লড়াকু ৫৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতের হয়ে সেই ইনিংসে ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। কুলদীপ এবং সিরাজ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান বুমরা এবং প্যাটেল।
এরপর ১২৩ রান তাড়া করতে নেনে ভারত ৩০ রান বাকি থাকতেই গুটিয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন তিনে নামা ওয়াশিংটন সুন্দর। এছাড়া ২৬ রানে অক্ষরের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে এ ইনিংসেও ৪ উইকেট নেন সাইমন হার্মার। এছাড়া ২টি করে উইকেট পান মার্কো জানসেন এবং কেশব মহারাজ।
