বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
সিলেট টেস্টের চতুর্থ দিনেই বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে মাহমুদুল হাসান জয় (১৭১) ও নাজমুল হোসেন শান্তর (১০০) অনবদ্য শতকে ভর করে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
এতে ৩০১ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার দিনের শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় আইরিশরা। একশোর নিচে পাঁচ উইকেট হারিয়ে এখন ইনিংস হারের দ্বারপ্রান্তে টেস্টের নবাগত দলটি। বাকি পাঁচ উইকেটে তাদের করতে হবে আরও ২১৫ রান।
তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৮৬ রান।যথাক্রমে চার ও শূন্য রানে অপরাজিত আছেন অ্যান্ডি ম্যাকবার্ন ও ম্যাথিউ হামফ্রেস। ৪৩ রান করে রান আউট হয়েছেন ওপেনার পল স্টারলিং। এছাড়া ১৮ রান করে ফেরেন হ্যারি টেক্টর।
টাইগার বোলারদের মধ্যে অভিষিক্ত হাসান মুরাদ মাত্র ওভার হাত ঘুরিয়ে ২টি এবং তাইজুল ইসলাম ও নাহিদ ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে, আয়ারল্যান্ডের ২৮৬ করা রানের জবাবে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। ৩৪৪ মিনিট ক্রিজে থেকে ২৮৬ বল মোকাবিলা করে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৭১ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
আর ১৯৭ মিনিট উইকেটে থেকে ১১৪ বল মোকাবিলা করে ১৪টি বাউন্ডারির সাহায্যে সই ১০০ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এছাড়া ১০৪ বলে ৯টি চার আর এক ছক্কায় ৮০ রান করেন সাদমান ইসলাম অনিক। আর ১৩২ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮২ রান করেন মুমিনুল হক সৌরভ। ছয়ে নেমে ৬৬ বলে ৮টি চার আর একটি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন লিটন কুমার দাস।
আইরিশদের বোলারদের মধ্যে তরুণ স্পিনার হ্যামফ্রিস একাই পাঁচ উইকেট তুলে নেন, ১৭০ রান দিয়ে। বাকিদের মধ্যে পেসার ব্যারি ম্যাকার্থি ২টি ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১টি উইকেট লাভ করেন।
