আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:১৪ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ
ছবি- সংগৃহীত

সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে হার এড়ানোর জোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সফল হতে পারেনি আইরিশরা।

সিলেটে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। এতে ইনিংস ও ৪৭ রানে জয় পেয়েছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল শান্তর দল।

চতুর্থ দিনে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারায় আইরিশরা। লাঞ্চের পর তিন উইকেট দ্রুত হারায় দলটি।

লাঞ্চের পর শুরুতেই ফিরে যান ফিফটি হাঁকানো অ্যান্ডি ম্যাকব্রাইন। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ব্যারি ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন নিল। জর্ডান নিল ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এর পরের ওভারেই আউট হন ম্যাকার্থি। তাতে ২৫৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন মুরাদ। এ ছাড়া ৩ উইকেট নেন তাইজুল এবং ২ উইকেট নেন রানা।

এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। এতে ৩০১ রানের লিড পেয়েছিল টাইগাররা। সেই রান আর দ্বিতীয় ইনিংসে করতে পারেনি আইরিশরা।