যেসব খাবার ফ্রিজে রাখা উচিত নয়

Bangla Post Desk
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত:১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
যেসব খাবার ফ্রিজে রাখা উচিত নয়
ছবি- সংগৃহীত

ফ্রিজ আমাদের খাবারকে নিরাপদ ও সতেজ রাখার অন্যতম সহজ উপায়। কিন্তু সব খাবারই ফ্রিজে রাখলে ভালো থাকে না—বরং কিছু খাবার ফ্রিজে রাখলে তাদের স্বাদ, পুষ্টিগুণ এমনকি ব্যবহারযোগ্যতা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এতে স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হতে পারে।

ফ্রিজে রাখা উচিত নয় এমন ৬টি খাবারের তালিকা তুলে ধরা হলো—

আলু

ঠান্ডা তাপমাত্রায় আলুর স্টার্চ শর্করা বা চিনিতে রূপান্তরিত হয়। ফলে ফ্রিজে রাখা আলু খেতে তুলনামূলক মিষ্টি লাগে এবং এটি অস্বাস্থ্যকরও। তবে আলুতে যাতে সূর্যের আলো না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

শসা

ফ্রিজে শসা রাখলে এর তাজা ভাব নষ্ট হয়। রাখলেও ফ্রিজের সবচেয়ে উষ্ণ জায়গায় রাখা উচিত। শসার কচকচে ভাব ধরে রাখার জন্য ভিনেগার দিয়ে ধুয়ে কোনো বক্সের মধ্যে চুবিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রাখা যেতে পারে। এতে কচকচে ভাবটা অন্তত ১ সপ্তাহ পর্যন্ত থাকবে।

পেঁয়াজ

পেঁয়াজ সতেজ থাকার জন্য পর্যাপ্ত বায়ু সঞ্চালন প্রয়োজন। ফ্রিজে যেহেতু উন্মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই, তাই পেঁয়াজ ফ্রিজে না রাখাই ভালো। বরং কোনো ঠান্ডা রুমে মেঝেতে ছড়িয়ে রাখা যেতে পারে কিংবা ছিদ্রযুক্ত ব্যাগ বা পাতিলে ভরে রাখা যেতে পারে।

টমেটো

বেশি ঠান্ডা পরিবেশে রাখলে টমেটোতে থাকা রাসায়নিক উপাদানগুলোতে পরিবর্তন আসে। ফলে সবজিটির তাজা ভাব চলে যায়। ফ্রিজে রাখলে টমেটো নরম হয়ে যেতে পারে। তাই স্বাদ ঠিক রাখতে চাইলে এই সবজিটি বাইরে কোনো খোলা পরিবেশে রাখুন।

রসুন

রসুন সবচেয়ে ভালো থাকে ৬০-৬৫ ডিগ্রি ফারেনহাইটে (১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস)। ফ্রিজে না রেখে, বাতাস চলাচল করতে পারে এমন কোনো পাত্রে রসুন রাখতে পারেন। দীর্ঘদিন ভালো থাকবে।

মধু

মধু ফ্রিজে রাখার দরকার নেই। বেশি ঠান্ডা পরিবেশে এটি জমে যেতে পারে। সাধারণ কক্ষ তাপমাত্রাই মধুর জন্য আদর্শ।