সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ ব্রাজিলের
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও আফ্রিকার দল সেনেগালের বিপক্ষে জয়ের কোনো সুখস্মৃতি ছিল না ব্রাজিলের। অবশেষে ২০২৫ সালে এসে ভাঙলো সেই ডেডলক। সেলেসাওরা পেল প্রথমবারের মতো লায়ন্স অফ তেরেঙ্গাদের বিপক্ষে জয়ের স্বাদ।
২-০ গোলে সেনেগালকে হারিয়ে আক্ষেপ মিটিয়েছে পাঁচ বারের বিশ্বকাপজয়ী দলটি।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবারের (১৫ নভেম্বর) ম্যাচের আগে তাদের দেখা হয় মোটের ওপর দুবার। সেই দুই দেখায় একবার শেষ হাসি হেসেছিল সেনেগাল, অপরটি হয়েছিল ড্র।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অবশেষে জয়ের দেখা পেয়েছে সেলাসাওরা। আফ্রিকান প্রতিপক্ষ সেনেগালকে ২-০ গোলে হারিয়ে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। চতুর্থ মিনিটে কুনহার শট পোস্টে লাগে। ১৭ মিনিটে আবারও তার হেড ক্রসবারে ফেরত আসে। ভিনিসিয়াসের নেওয়া এক দূরপাল্লার শটও রুখে দেন সেনেগাল গোলরক্ষক মেন্দি।
শেষ পর্যন্ত ২৮তম মিনিটে সফলতার মুখ দেখে ব্রাজিল। ক্যাসেমিরোর পাস ডিফেন্ডারের পায়ে লেগে ডি-বক্সে পৌঁছায় এস্তেভাওয়ের কাছে। বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। রদ্রিগোর নিখুঁত ফ্রি-কিকে নজর এড়িয়ে এগিয়ে আসেন ক্যাসেমিরো। দারুণ নিয়ন্ত্রণে বল ধরে সহজেই পরাস্ত করেন মেন্দিকে। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি।
আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আবার মাঠে নামবে ব্রাজিল।
