সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
ছবি : সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটের হার্ড হিটার হাবিবুর রহমান সোহান এবার রেকর্ড ঘড়লেন আন্তর্জাতিক অঙ্গনে। রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে করেছেন সেঞ্চুরি। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

সোহানের সেই টর্নেডোতে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

কাতারের দোহায় দিনের শুরুতে টস জিতে হংকংকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে হংকং। জবাবে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

১৬৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সোহান এবং জিশান আলম। শুরু থেকেই হংকংয়ের বোলারদের ওপর চড়াও হন সোহান। তার সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হংকংয়ের বোলাররা!

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। যেখানে মাত্র ১৪ বলে ফিফটি করেন সোহান।

সপ্তম ওভারে ২০ রান করে জিশান ফিরলে ভাঙে ১১১ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জাওয়াদ আবরার। স্কোরবোর্ডে ১১ রান যোগ করতেই সাজঘরের পথ ধরতে হয় তাকে।

১২২ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ বাকি পথটা সহজেই পাড়ি দেয় সোহান-আকবর জুটিতে ভর করে। ১৪ বলে ফিফটি করা সোহান সেঞ্চুরি করেছেন ৩৫ বলে।

দেশের স্বীকৃত টি-টোয়েন্টিতে এই সেঞ্চুরি দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। বিপিএলে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সোহানের ঝোড়ো সেঞ্চুরির দিনে আরেক প্রান্তে টর্নেডো বইয়ে দেন আকবর। ১১তম ওভারে ৫ বলে টানা ছকা হাঁকিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। সবমিলিয়ে ১৩ বলে করেছেন অপরাজিত ৪১ রান।