নেপাল-ভারতের বিপক্ষে ম্যাচ, কবে আসছেন হামজা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
নেপাল-ভারতের বিপক্ষে ম্যাচ, কবে আসছেন হামজা
হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর নেপাল ‍ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে তপু-জামালরা অনুশীলন শুরু করেছে।

তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হয়ে ওঠা হামজা চৌধুরী ও শমিত সোম। তবে আগামীকাল দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে হামজার।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা হামজা। আর পরের দিন রাত ১২ টায় ঢাকায় পৌছানোর কথা কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসির ফুটবলার শমিতের।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন করে বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানে মাঠের প্রস্তুতি শুরুর আগে মিডিয়া সেশনে সাংবাদিকদের সামনে আসেন দলের ম্যানেজার আমের খান। তিনিই হামজা-শমিতের দেশে আসার দিনক্ষণ নিশ্চিত করেছেন।

অন্যদিকে, দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন কিউবা মিচেল। কিউবার সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে উঠবেন ফর্টিস এফসির তরুণ ফুটবলার মোরশেদ আলীও।

নতুন করে দলে ডাক পাওয়া দুই ফুটবলার ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে রয়েছেন বলে জানা গেছে। তাই কিউবা ও মোরশেদকে ডাকা হয়েছে।