‘ভোট ভিক্ষা করেই সংসদে হাজির হব’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ১২:১৫ এএম
‘ভোট ভিক্ষা করেই সংসদে হাজির হব’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। ফলে সংসদীয় এলাকায় জোর প্রচারণাও চালাচ্ছেন তিনি। এসব প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধমেও আপলোড দিচ্ছেন।

ছবি এবং ভিডিওতে দেখা যায়, মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের কাছে প্রচারণা চালাচ্ছেন শরিফ ওসমান হাদী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাসের শিকার হতে হচ্ছে তাকে।

ফেসবুক পোস্টের মাধ্যমে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। রবিবার (৯ নভেম্বর) এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শরিফ ওসমান হাদী।

সেখানে তিনি বলেছেন, ‘ভিক্ষুকের কাছ থেকেও টাকা খাওয়া লোকেরা যখন আমারে ভোট ভিক্ষুক বলতেছে, তখন সিদ্ধান্ত নিলাম- এখন থেকে প্রতি শুক্রবার জুম্মার পরে ভিক্ষুকের পাশে দাঁড়িয়েই আমি ভোট চাইবো এবং হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি পার্লামেন্টে হাজির হবো, ইনশাআল্লাহ।’

শরিফ ওসমান হাদীর সমর্থনে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাইফ খান নাদিম নামের একজন। তিনি তার পোস্টে বলেছেন, ‘হাদির পাশে এটা একজন ভিক্ষুকের হাত৷ ভিডিও করার সময় সামনে  তার হাতটাও চলে আসে। ভিক্ষুকের পাশে দাড়িয়ে হাদিও কোন সমস্যাবোধ করে নি৷ সেও তার মতো ভোট চাচ্ছে সবার কাছে। আর এতেই বিএনপির লোকেরা দেখলাম কমেন্ট বক্সে তাকে নানাভাবে অপমান করছে৷ সে ভিক্ষুক, ভিক্ষা চাচ্ছে বলে উপহাস করছে। তাদের সাথে আরও অনেকেই যোগ দিচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণকে ভ য় দেখিয়ে, লোভ দেখিয়ে ভোট চাওয়া দেখতে দেখতে, মানুষ ভুলে যাচ্ছে যে জনগণের কাছে ভিক্ষার মতোই ভোট চাইতে হয়। কারণ জনগণ না চাইলে সে কখনো পাশ করবে না৷ জনগণই ক্ষমতার উৎস।’