জাহানারার অভিযোগে ওএসডি বোর্ডের চার কর্মকর্তা

Bangla Post Desk
স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
জাহানারার অভিযোগে ওএসডি বোর্ডের চার কর্মকর্তা
ছবি- সংগৃহীত

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বোর্ডের চার কর্মকর্তাকে ওএসডি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওএসডি করা কর্মকর্তারা হলেন, ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু। 

রোববার (৯ নভেম্বর) বাংলা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন।

সুজন বলেন, 'বোর্ড বিষয়টি গুরুত্ব সহকারেই দেখছে। ইতোমধ্যেই অভিযোগের প্রেক্ষিতে চারজনকে ওএসডি করা হয়েছে। অভিযোগ প্রমাণ সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।'

এদিকে সাবেক এই নারী ক্রিকেটারের অভিযোগ আমলে নিয়ে সেটির তদন্তে এর মধ্যেই একটি কমিটি গঠন করেছে বিসিবি। 

কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম, আর সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা। আর এরপরেই নড়েচড়ে বসে দেশের ক্রীড়াঙ্গন৷।