৮ বছর পর হিলি দিয়ে ভারত থেকে এলো আপেল
টানা ৮ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে।
রোববার (৯ নভেম্বর ) বিকেল ভারত থেকে আপেলবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রামের খাজা আজমেরী ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে এসব আপেল আমদানি করে। আজ প্রথম দিন ২৫ টন ৩৩২ কেজি আপেল আমদানি করা হয়েছে।
আমদানিকারকের প্রতিনিধি ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট শাহিনুর ইসলাম বলেন, ‘হিলি স্থলবন্দর আমদানিকারক ব্যবসায়ীদের কাছে খুবই গুরুত্ব বহন করে। কারণ যে কোনো পণ্য আমদানি করে বন্দর থেকে বিক্রি করার সুবিধা থাকায় এক সময় সব ধরনের পণ্য আমদানি হতো এ বন্দর দিয়ে। তবে নানা কারণে দীর্ঘদিন থেকে ফলসহ অনেক পণ্যই আমদানি হয়নি। যেহেতু দীর্ঘদিন পর আজ আপেল আমদানি হয়েছে আমরা আশা করছি অন্যান্য পণ্য আমদানি হবে।’
তিনি আরও বলেন, ‘আপেল আমদানির মধ্যে সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে। এতে ব্যবসায়ী শ্রমিকদের মধ্যে আগের মতো কর্মচাঞ্চল্য আবারও ফিরে আসবে।’
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কর্মকর্তা উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে ২০১৭ সালের পর কোনো আপেল আমদানি হয়নি। তবে দীর্ঘদিন পর আজ ভারত থেকে এক ট্রাক আপেল আমদানি হয়েছে। পরীক্ষণ শেষে প্রত্যয়নপত্র দেয়া হবে যাতে করে আমদানিকারক পণ্যটি দ্রুত ছাড় করে বাজারজাত করতে পারে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. এম আর জামান বাদন বলেন, ‘দীর্ঘদিন পর আজ হিলি স্থলবন্দর দিয়ে এক ট্রাকে ২৫ মেট্রিক টন আপেল আমদানি হয়েছে। এসব আপেল ৭০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে।
