চার লাখে হবে না, মাসে ১০ লাখ রুপি খরচ চান হাসিন

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
চার লাখে হবে না, মাসে ১০ লাখ রুপি খরচ চান হাসিন
ভারতীয় তারকা পেসার মোহাম্মাদ শামি ও তার স্ত্রী হাসিন জাহান।ছবি: সংগৃহীত

হাইকোর্টের আদেশে সাবেক স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ মাসে ৪ লাখ রুপি করে দেন ভারতীয় তারকা পেসার মোহাম্মাদ শামি। কিন্তু সেই অর্থ যথেষ্ট নয় বলে দাবি করেছেন স্ত্রী হাসিন জাহান। একই সঙ্গে মাসে খোরপোষ বাবদ ১০ লাখ রুপি দেওয়ার দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভারতীয় এই মডেল ও অভিনেত্রীর আবেদনের ভিত্তিতে শুক্রবার মোহাম্মদ শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। তাদেরকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

যদিও শুনানি চলাকালে বিচারপতি মনোজ মিশ্র ও উজ্জ্বল ভূঁইয়ার আদালত হাসিনের কাছে জানতে চান, ‘মাসে চার লাখ রুপি কি যথেষ্ট নয়?’

এর আগে হাসিন অভিযোগ করে জানান, শামি মাসে মাসে যে টাকা দিচ্ছেন, তা দিয়ে বর্তমান সময়ে মেয়ের শিক্ষা ও নিজের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব নয়।

২০১৪ সালে প্রেম করে বিয়ের পর চার বছরের মাথায় ভাঙন ধরে ভারতীয় তারকা পেসার শামি ও মডেল হাসিন জাহানের সংসারে। এরপর থেকেই দীর্ঘদিন ধরে তাদের বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলায় স্ত্রী হাসিন ও একমাত্র মেয়ে আইরাকে ১.৩ লাখ রুপি করে মাসে ভরণপোষণের আদেশ দেন আলিপুর জেলা আদালত। তবে তা মানতে না পেরে উচ্চ আদালতে যান হাসিন। কলকাতা হাইকোর্ট শামিকে মাসে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ ৪ লাখ রুপি করে খরচ বহনের নির্দেশ দেন।

বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৭২ হাজার টাকারও বেশি। এর মধ্যে স্ত্রীকে দেড় লাখ এবং সন্তানের জন্য আড়াই লাখ রুপি দিতে হচ্ছে শামিকে। অর্থাৎ জেলা আদালতের দেওয়া রায়ের চেয়ে আরও বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে এই ক্রিকেটারকে।

গত জুলাইয়ে দেওয়া হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন হাসিন। যদিও ৭ বছর আগে ‘প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট-২০০৫’ অনুসারে মামলা দায়েরের পর আইনি খরচ এবং ভরণপোষণ বাবদ ১০ লাখ রুপি চেয়েছিলেন শামির স্ত্রী।

এদিকে চলতি বছরের মার্চে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলতে দেখা গেছে মোহাম্মদ শামিকে। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে ১৯৭ ম্যাচে ৪৬২ উইকেট শিকার করা এই তারকা এরপর ইনজুরি ও ফিটনেসজনিত কারণে দলে ডাক পাননি।