মেসির রেকর্ডে ইতিহাস গড়ে সেমিতে মায়ামি
মেসি আর রেকর্ড যেন একই মূদ্রার দুই ভিন্ন পিঠ। মাঠে নামলেই যেন কোনো না কোনো রেকর্ড হয়েই যায় ক্ষুদে এই জাদুকরের। নিজের রেকর্ডের মুকুটে সেই ধারাবাহিকতায় এবারে মেসি যুক্ত করলেন নতুন এক পালক।
ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপে ন্যাশভিলে এসসির বিপক্ষে ম্যাচে তিনি গড়েছেন অনন্য এক রেকর্ড। মায়ামির চার গোলের প্রতিটিতেই ছিল মেসির অবদান। জোড়া গোল তো নিজে করেছেনই, বাকি দুই গোলেও ছিল মেসির অ্যাসিস্ট। আর এই দুই অ্যাসিস্টের সুবাদে রেকর্ড বুকে নিজের নাম তুললেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে প্রথমবার ৪০০তম গোলে বলের যোগান দিলেন মেসি। বাকি যারা রয়েছেন এই তালিকায় তাদের ভেতর কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ খেলছেন এখনও। কিন্তু তাদের অ্যাসিস্টের সংখ্যাটা পেরুতে পারেনি ৩০০ এর ঘর।
তবে এখনও সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার হিসেবে রেকর্ডবুকে নাম লেখাতে পারেননি মেসি। কেননা পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের (৪০৪ টি) মালিকানা লম্বা সময় ধরে নিজের করে রেখেছেন ফেরেন্স পুসকাস। তবে হাঙ্গেরিয়ান এই কিংবদন্তি ফরোয়ার্ডের রেকর্ড যে শীঘ্রই ভাঙতে যাচ্ছে মেসির সুবাদে সেটি বলার অপেক্ষাই রাখছে না।
ন্যাশভিলকে পেয়েই যেন জ্বলে ওঠেন মেসি। গত তিন সপ্তাহে চারবারের দেখায় ন্যাশভিলের জালে তিনি ৮ বার বল জড়িয়েছেন। প্রতি ম্যাচেই গড়ে তার জোড়া গোল। গোলের পাশাপাশি প্রতি ম্যাচে গোল করানোতেও রাখেন তিনি ভূমিকা।
জোড়া অ্যাসিস্টের সুবাদে চলতি বছর মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুটজয়ী এই তারকার গোল-অ্যাসিস্ট বেড়ে দাঁড়াল ৬১-তে।
ন্যাশভিলের বিপক্ষে মায়ামি তিন ম্যাচের সিরিজে গোল করেছে ৮টি, বিপরীতে হজম করতে হয়েছে ৩ গোল। মায়ামির করা ৮ গোলের সবকটিতেই ছিল মেসির অবদান।
৪-০ গোলের এই জয়ে প্রথমবারের মতো এমএলএস কাপের সেমি ফাইনালে উঠলো মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ এফসি সিনসিনাতি। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা ২২ অথবা ২৩ নভেম্বর মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
