সোহান ঝড়ে উড়ে গেল সাউথ আফ্রিকা
একদিন আগেই বাংলাদেশ রীতিমত বিদ্ধস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই ঝালটাই যেন মেটালো বাংলাদেশ হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট সেমিফাইনালে সাউথ আফ্রিকার ওপর। দুই টাইগার ওপেনারের ঝড়ে প্রোটিয়াদের ২৫ রানে হারিয়েছে আকবর আলি বাহিনী।
শুরুতে ব্যাট করতে নেমে ক্রিজে রীতিমতো ঝড় তোলেন বাংলাদেশি দুই ওপেনার; হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ৩.৩ ওভারে দুজন মিলে গড়েন ৮৫ রানের জুটি।
ফিফটি হাঁকিয়ে ১৩ বলে ৫৪ রানে রিটায়ার্ড হার্ট হন সোহান। আর ৭ বলে ২৪ রানে রানআউট হন জিসান।
৬ বল খেলে ৫ রান করেন অধিনায়ক আকবর। ৮ বলে ২৭ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত।
নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ১২৮ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৬ উইকেটে ১০৩ রান করে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আব্দুল্লাহ বায়োমি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ভ্যান স্কাভিচের ব্যাট থেকে। এছাড়া কানিংগাম ৬, সিম্পসন ১, মোরিস ১২ ও দুবে করেন ১৬ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রনি ও জিসান আলম। একটি করে উইকেট যায় আকবর আলি ও রাকিবুল হাসানের ঝুলিতে।
