কর্মবিরতিতে শিক্ষকরা, বিপাকে প্রায় ১ কোটি শিক্ষার্থী

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৯:২২ এএম
কর্মবিরতিতে শিক্ষকরা, বিপাকে প্রায় ১ কোটি শিক্ষার্থী
ছবি : সংগৃহীত

বেতন বৃদ্ধি, পদোন্নতিসহ তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে কর্মবিরতিতে গিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকেরা। আর তাতেই পাঠদান বন্ধ হয়ে গেছে দেশের ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ে।

শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় বিপাকে পড়েছে দেশের এক কোটিরও বেশি শিক্ষার্থী। সকালে প্রতিদিনকার মতো স্কুলে গিয়ে ক্লাস না করেই ফেরত আসতে হয়েছে তাদের। একইসঙ্গে শঙ্কা জেগেছে তাদের বার্ষিক পরীক্ষা নিয়েও।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে সময় বাকি কেবল তিন সপ্তাহ। এমন সময়ে শিক্ষকরা দাবি-দাওয়া নিয়ে মাঠে নামা ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়াতে ক্লাস-পরীক্ষা নিয়ে জেগেছে বড় রকমের শঙ্কা।

প্রাথমিকের শিক্ষকদের এমন কর্মবিরতি এবারই প্রথম নয়। চলতি বছর আরও বেশ কয়েকবার তারা গিয়েছিলেন টানা কর্মবিরতিতে।

গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মদিবসে এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। একদিনের বিরতি দিয়ে ১৭ মে থেকে দুই ঘণ্টা আর ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করেছিলেন তারা শিক্ষকরা।

২৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন সহকারী শিক্ষকরা। টানা চারদিন কর্মবিরতির পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দারের আশ্বাসে ১ জুন থেকে ক্লাসে ফিরে যান তারা। তবে উপদেষ্টার দেয়া সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি বলে আবারও রাস্তায় নেমেছেন তারা।

এমনিতেই বছরের শুরুতে শিক্ষার্থীদের বই পেতে হয়েছিল দেরি, তার ওপর বার্ষিক পরীক্ষার আগে এসে শিক্ষকদের কর্মবিরতি। সব কিছু মিলিয়ে ক্ষতিটা যে হচ্ছে শিক্ষার্থীদের সেটি বলার অপেক্ষাই রাখছে না।