মারাত্মক বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি ও লাহোর; 'খুবই অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
মারাত্মক বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি ও লাহোর; 'খুবই অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস
ছবি : সংগৃহীত

বায়ু দূষণের মাত্রা আজও (৯ নভেম্বর) বিপজ্জনক পর্যায়ে রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের শহর লাহোরে। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর বলে জানা গেছে।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সর্বশেষ সূচক অনুযায়ী (রোববার, ৯ নভেম্বর) দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে দিল্লি এবং দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর।

দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৬২৭, যা নির্দেশ করে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ মান। আর লাহোরের AQI স্কোর ৩৫৮, যা দিল্লীর মতোই বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

২৬৯ স্কোর নিয়ে কুয়েত সিটি রয়েছে তৃতীয় অবস্থানে, এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

এদিকে ঢাকা ২২৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, আন্তর্জাতিক বায়ুমান অনুযায়ী এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

এর আগে শনিবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় যথাক্রমে দিল্লি ও লাহোর প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল।