হামজাদের লিগের দলের মালিক হলেন মদ্রিচ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম
হামজাদের লিগের দলের মালিক হলেন মদ্রিচ
ছবি : সংগৃহীত

ক্লাবের মালিক হওয়া রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের শখে পরিণত হয়েছে। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়রদের পর এবার একই পথে হাঁটলেন কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। রিয়ল মাদ্রিদের এই ক্রোয়াট মিডফিল্ডার বিনিয়োগ করেছন ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল সোয়েনসা সিটিতে। এর মাধ্যমে ক্লাবটির অন্যতম মালিক বনে গেছেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

ওয়েলশের ক্লাব সোয়েনসা সিটি এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত দল ছিল।  এখন ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলছে তারা। একই লিগে খেলে হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেডও।  চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থাকা দলটির মালিকানার সংখালঘিষ্ট অংশ কিনে নিয়েছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচ। অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস এবং জ্যাসন কোহেনদের পাশাপাশি মদ্রিচও এখন ক্লাবটির অন্যতম মালিক।

এই দলটি জেসন লেভিয়েন এবং স্টিভ কাপলান, যারা আগে এই ক্লাবের অধিকাংশ শেয়ারের মালিক ছিলেন, তার অংশটি গত নভেম্বরে কিনে নিয়েছে।

দলের মালিক হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মদ্রিচ বলেন, 'এটা  রোমাঞ্চকর সুযোগ। সোয়েনসার শক্ত পরিচিতি এবং অবিশ্বাস্য সমর্থকগোষ্ঠী আছে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ের।'

'সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার কারণে আমার বিশ্বাস, আমি আমার অভিজ্ঞতা ক্লাবে কাজে লাগাতে পারব। আমার লক্ষ্য ক্লাবটিকে ইতিবাচকভাবে বড় করে তুলতে সমর্থন দেয়া এবং রোমাঞ্চকর ভবিষ্যৎ গড়তে সাহায্য করা।'

ফুটবল ক্লাবের মালিকানা অর্জনে এটিই মদ্রিচের প্রথম প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তবে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করবেন বলে মনে করা হচ্ছে।

সোয়েনসা এক বিবৃতিতে জানিয়েছে, 'ক্লাবে লুকার (মদ্রিচ) বিনিয়োগ ক্লাবের আকাঙ্ক্ষা এবং দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। মাঠ ও মাঠের বাইরে বৈশ্বিক পরিচিতি এবং উন্নতি নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।'

সোয়েনসার প্রধান নির্বাহী টম গরিঞ্জ যোগ করেন, 'একাডেমি থেকে প্রথম দল পর্যন্ত আমাদের খেলোয়াড়দের জন্য তার চেয়ে ভালো রোল মডেল আর হতে পারে না।'

মদ্রিচ ক্লাবটির বিনিয়োগকারী, অন্যতম মালিক তো বটেই শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করবেন। এর আগে একইভাবে ইতালিয়ান ক্লাব কোমোয় যুক্ত হয়েছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাস। এই মুহূর্তে ক্লাবটির কোচের দায়িত্বও পালন করছেন ফ্যাব্রেগাস। তার হাত ধরে ক্লাবটি ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তর সিরি আ'য় জায়গা করে নিয়েছে।

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে মদ্রিচের আগে ক্লাবের মালিক হয়েছেন এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। এমবাপ্পের ক্লাব কান খেলে ফ্রান্সের লিগ টুয়ে। আর চলতি বছরই পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল এফসি আলভারকার মালিকানা কিনেছেন।