ক্যাম্প ন্যুতে বসছে মেসির ভাস্কর্য, নিশ্চিত করল বার্সা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৮ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
ক্যাম্প ন্যুতে বসছে মেসির ভাস্কর্য, নিশ্চিত করল বার্সা
আর্জেন্টাইন মেগা তারকা লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মেগা তারকা লিওনেল মেসিকে উৎসর্গ করে ক্যাম্প ন্যুতে ভাস্কর্য নির্মাণ করার পরিকল্পনা করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্সা ইউনিভার্সাল ওয়েবসাইট।

২০ বছরের অধিক সময় ধরে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে যুক্ত ছিলেন মেসি। নিজের দুর্দান্ত পারফরমেন্সের জোরে বার্সাকে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস ট্রফিসহ মোট ৩৪টি শিরোপা জেতাতে ভূমিকা রাখেন এই আর্জেন্টাইন তারকা।

সবশেষ ২০২১ সালের আগস্টে বার্সা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন মেসি। তবে সেই সময় ক্লাব থেকে কাঙ্ক্ষিত ফেয়ারওয়েল পাননি ক্ষুদে যাদুকর। যে কারণে বার্সা ভক্তদের মনে এখনো আক্ষেপ রয়ে গেছে। তবে এবার মেসির অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য পরিকল্পনা করছে বার্সা কর্তৃপক্ষ।

সম্প্রতি ক্লাবটির হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যু-তে সংস্কার কাজ চলছে। সেখানে মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে, গত ১৩ নভেম্বর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা বলেছিলেন, ক্যাম্প ন্যুতে স্থাপনের জন্য এলএমটেনের ভাস্কর্যের নকশা তৈরির প্রক্রিয়া চলছে। এবার ক্লাবটির ভাইস প্রেসিডেন্টও বিষয়টি নিশ্চিত করলেন।