রেদোয়ান, ববি ও ফরহাদ বিএনপিতে; যেসব আসনে সমঝোতা
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ দীর্ঘ সময় পর আবার বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজও ঢাকা-১৩ আসনে ধানের শীষ নিয়ে দাঁড়াবেন। একই পথে নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদও বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।
এর আগে এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছিলেন। আগামী নির্বাচনে আরও দুই দল বিলুপ্ত হয়ে তাদের নেতারা বিএনপিতে আসার কথা রয়েছে।
এদিকে, যুগপৎ আন্দোলনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অন্তত ৮টি আসন শরিকদের কাছে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: বগুড়া-২: নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১: জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, যশোর-৫: ইসলামী ঐক্য জোটের মুফতি রশীদ বিন ওয়াক্কাস, ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ,পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের নুরুল হক, ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ঢাকা-১৭: বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এর বাইরে, জমিয়তে উলামায়ে বাংলাদেশ চারটি আসনে সমঝোতা করেছে: সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং নারায়ণগঞ্জ-৪।