বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াত
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
ফাইল ছবি
জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় দলটির প্রতিনিধিরা সেখানে যাবেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে যাবে।
দলের অপর দুই সদস্য হলেন— কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে বেশকিছু দাবি-দাওয়া উত্থাপন করা হবে বলে জানা গেছে।
বিপি/আইএইচ
ট্যাগ:
জামায়াতে ইসলামী