1. হোম
  2. রাজনীতি

আরও ১০ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
আরও ১০ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ১০টি আসনে দলীয় ও শরিকদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ও সংশ্লিষ্ট আসনগুলোর নাম ঘোষণা করেন।

তিনি জানান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমদ তার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে কুমিল্লা-৭ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টির (জাপা) মোস্তফা জামাল হায়দারের জন্য পিরোজপুর-১ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়া যশোর-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের পক্ষে সমঝোতায় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দেওয়া হয়েছে। তারা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ঢাকা-১২ এবং গণসংহতি পরিষদের নেতা জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছেড়েছে বিএনপি।

এছাড়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসন ছেড়ে দেওয়া হয়েছে। তিনি শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে জানানো হয়।

বিপি/ এএস