1. হোম
  2. জাতীয়

সারা দেশে গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
সারা দেশে গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭
প্রতীকী ছবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে  গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পাশপাশি সারাদেশ থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই অভিযানে এখন পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল ও ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেউ সরকার। বলা হয়, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এই অভিযান চালানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী সেদিন রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অভিযান শুরু করে।

বিপি/আইএইচ