তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি। ইতোমধ্যেই এই সংবর্ধনা আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
শায়রুল কবির আরও বলেন, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর রাজনৈতিক কারণে দেশে ফেরা সম্ভব হয়নি তার। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অবশেষে দীর্ঘ প্রায় দুই যুগ পর দেশে ফেরার সুযোগ সৃষ্টি হয় তার।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক। ইতোমধ্যেই তার দেশে ফেরার সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। তাকে এখন বরণ করে নিতে প্রস্তুত দেশবাসী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন তিনি।
আরও খবর
হাদির শূন্যস্থান পূরণ করবেন কে?
অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের
খুলনা থেকে আসছেন ১০ হাজার নেতাকর্মী, আবেদন বিশেষ ট্রেনের
‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’ গড়ার ৫ মন্ত্র বাতলে দিলেন মির্জা গালিব
সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকতে হবে: তারেক রহমান