স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে তিনি এ তথ্য নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকে তাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার গুঞ্জন ছিল।

ফেসবুক পোস্টে আসিফ একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, জনকল্যাণমুখি রাষ্ট্র গঠন আমাদের লক্ষ্য

তিনি আরও উল্লেখ করেন, এই লড়াই সহজ হবে না। তবে জাতির স্বপ্ন ও দেশের জন্য আত্মত্যাগ করা অনেকেযেমন মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, আবরার ফাহাদতাদের অনুপ্রেরণায় তিনি পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

 

বিস্তারিত আসছে...