তফসিলকে স্বাগত জানিয়ে যা বলল জামায়াত

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
তফসিলকে স্বাগত জানিয়ে যা বলল জামায়াত
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং গণভোট নিয়ে যে সংশয় রয়েছে সেটিও এ নির্বাচনের মাধ্যমে কেটে যাবে।

এছাড়া গণভোটের মাধ্যমে যেন ‘হ্যা’ জয়যুক্ত হয় সেটিও জামায়াত চায় বলে জানান তিনি।

নির্বাচনে প্রার্থী দেওয়া প্রসঙ্গে মাহবুব জুবায়ের জানান, দলের পক্ষ থেকে তিনশ আসনে প্রার্থী আগেই দেওয়া হয়েছে। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার জোটে থাকা ৮ দলের কেন্দ্রীয় নেতারা শিগগিরই আলোচনায় বসে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।

তিনি বলেন, সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জামায়াত। আট দলের সমঝোতার ভিত্তিতে যে প্রার্থী দেওয়া হবে তাকে জয়ী করে আনতেই কাজ করবে সবাই।