তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যা বললেন জামায়াত আমির

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যা বললেন জামায়াত আমির
ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সকল স্তরের দায়িত্বশীলকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। নির্বাচনের সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিত করতে যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের আহ্বান জানাই।

২০১৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ২০২৫ সালের জুলাই মাসে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন। এ সরকারের অভিজ্ঞতা সীমিত থাকলেও নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সকল স্তরের সহযোগিতা কামনা করা হচ্ছে।

বিপি/ এএস