এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরীক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা ১১টা ১৫ মিনিটে শেষ হয়েছে।

দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এক লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

লিখিত পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকে। বিষয়ভিত্তিক বিভাজন: জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট রাখা হয়েছে এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কর্তন করা হবে।

এছাড়া, এসএসসি ও এইচএসসির জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর গণনা হবে। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এর যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে।

এই বছর সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি, বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে। অর্থাৎ এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন বরাদ্দ আছে।

বিপি/ এএস