তারেক রহমান লন্ডন থেকেও ভোটার ও প্রার্থী হতে পারবেন
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সঙ্গে অনেকের প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কি না।
নির্বাচন কমিশন জানিয়েছেন, গণ প্রতিনিধিত্ব আদেশ, সংবিধান ও ভোটার তালিকা আইনে কোনো অযোগ্যতার শর্ত না থাকলে তারেক রহমান বিদেশ থেকে ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই। তবে নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে এবং মনোনয়নপত্র জমা দিতে হবে।
ভোটার তালিকা অনুযায়ী, প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিক ফরম-২ পূরণ করে দেশে বা সংশ্লিষ্ট দেশে রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করতে পারেন।
ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী, কমিশন যেকোনো সময় যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।
আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বাংলাদেশি নাগরিক না হয়, আদালতের অপ্রকৃতিস্থ ঘোষণা পেয়ে থাকে, স্পেশাল ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত হয়, বা বয়স ১৮ বছর পূর্ণ না হয়—তাহলে ভোটার হওয়ার যোগ্যতা হারাবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তফসিল ঘোষণার পরও আইন অনুযায়ী যেকোনো নাগরিককে ভোটার করা সম্ভব। বিদেশ থেকে ভোটার ও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি মারফত স্বাক্ষর করিয়ে দাখিল করা যাবে।
বিএনপির নেতারা বলছেন, তারেক রহমান শিগগির দেশে ফিরে ভোটার হয়ে যাবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন। মনোনয়নপত্র জমা ও প্রার্থীতা সংক্রান্ত সময়সূচি অনুযায়ী শেষ তারিখ, বাছাই, আপিল ও প্রচার কার্যক্রম যথাযথভাবে চলবে।
বিপি/ এএস
