তফসিল ঘোষণায় যে প্রতিক্রিয়া জানাল বিএনপি
বাংলাপোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
‘নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণ আমাদেরকে আশ্বস্ত করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো যে নির্বাচন করতে চায় সেটি প্রমাণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
নির্বাচনে প্রার্থী নিয়ে জোট এবং আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে জটিলতা তৈরি হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা এখনো দেইনি। আমাদের সঙ্গে যারা যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদেরকেও যথাযথ মূল্যায়ন করা হবে।‘
