সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

Bangla Post Desk
রাজশাহী সংবাদদাতা রাজশাহী
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
ছবি- সংগৃহীত

তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে দুই বছর বয়সী শিশু সাজিদের জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল থেকেই পুরো গ্রাম শোকের ছায়ায় ভরে যায়। মসজিদের মাইকে বারবার ঘোষণা করা হয়, “রাকিব উদ্দীনের শিশু সন্তান সাজিদ মারা গেছে।” গ্রামের মানুষজন পাঞ্জাবি ও টুপি পরে বাড়ির দিকে ছুটে আসে, ছোট্ট শিশুটির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে।

সাজিদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গভীর নলকূপ থেকে ৩২ ঘণ্টা পর রাত ৯টায় তাকে উদ্ধার করেন। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানাজার নামাজে কাজী মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন। হাজারো গ্রামবাসী শিশু সাজিদের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের জন্য ধৈর্যের প্রার্থনা করেন। দাফনের সময় গ্রামের মানুষের কান্না ও শোকের দৃশ্য চোখে পড়ার মতো ছিল।

শিশুর জানাজায় পুরো গ্রাম অংশগ্রহণ করায় স্থানীয়রা এটিকে এক বিরল দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন।

বিপি/ এএস